নিউজ ডেস্ক: বিরল দৃশ্য। রাস্তা ঢেকেছে বলা ভাল ভরেছে স্পাইডার ম্যানে। রবিবার এমনটাই দেখা গেল আর্জেন্টিনার বুয়েনস এয়ার্সে। প্রায় এক হাজার মানুষ মার্ভেল হিরো স্পাইডার ম্যানের পোশাক পরে জড়ো হয়েছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল নতুন রেকর্ড সৃষ্টির।
ওবেলিস্ক মনুমেন্টের সামনে জড়ো হয়েছিলেন রেকর্ড সৃষ্টিতে উৎসাহীরা। আর্জেন্টিনার এক ইনফ্লুয়েন্সার উকি ডিন এর উদ্যোগ নিয়েছিলেন। কোনও একটি অনুষ্ঠানে সবচেয়ে বেশি সংখ্যক স্পাইডার ম্যানের পোশাক পরিহিতের উপস্থিতির রেকর্ড ভেঙে দেওয়ার লক্ষ্য নিয়েই এই জমায়েত।
এর আগে মালেশিয়াতে একটি অনুষ্ঠানে ৬৮৫ জন মানুষ স্পাইডার ম্যানের পোশাক পরে এসেছিলেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী ৩ জুন সোনি পিকচার্স এন্টারটেনমেন্ট মালয়েশিয়া এই বড় জমায়েতটি করেছিল। সেখানে মাকড়সা মানুষের পোশাক পরে এসে রেকর্ড তৈরি হয়। ওই রেকর্ড ভাঙার জন্য ৭০০ মানুষের জমায়েত চেয়েছিলেন উকি ডেন। তিনি জানিয়েছেন, ৭০০ জন আসুক চাইলেও আমাদের গণনা অনুযায়ী তা অনেক বেশি। এক হাজারের বেশি স্পাইডার ম্যান পোশাক পরে মানুষ এসেছে।
ওই রেকর্ড ভাঙার জন্য ৭০০ মানুষের জমায়েত চেয়েছিলেন ডিন। তিনি বলেন, “স্পাইডার ম্যানের জন্য এমন পাগলামি। এটা আমাকে খুব আনন্দ দিচ্ছে” । তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এখনও কোনও রেকর্ডের ঘোষণা করেনি। আয়োজকরা বারবার এখানে অংশগ্রহণকারীদের তাদের সই ও ছবি দিতে অনুরোধ করেছেন। সেগুলিই তথ্য হিসেবে পেশ করা হবে।
বিখ্যাত ওয়েব স্লিংগারের পোশাক পরে আসা অংশগ্রহণকারীদের মধ্যে দারুণ উত্তেজনা ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা। অংশগ্রহণকারীদের বেশিরভাগই আইকনিক সুপার হিরোর সাজে এসেছিলেন। কেউ কেউ অবশ্য সৃজনশীলভাবে স্পাইডার ম্যানকে তাদের পোশাকে অন্তর্ভুক্ত করেছেন। একজন অংশগ্রহণকারী আর্জেন্টিনার ফুটবল জার্সির মতো নীল-সাদা ডোরাকাটা পোশাকের সঙ্গে স্পাইডারম্যানকে জড়িয়েছেন। একজন লাল টাই এবং সুপার হিরো মাস্কের সঙ্গে বিজনেস স্যুট পরেছিলেন। সব মিলিয়ে এদিন বুয়েস আয়ার্সে স্পাইডার মানের মেলা বসেছিল।