নিউজ ডেস্ক: চা বাগানের ভিতরে একজোড়া চিতাবাঘের শাবকের দেখা মেলায় চাঞ্চল্য ডুয়ার্সের মেটেলি
ব্লকের কিলকোট চা বাগানে। সোমবার সকালে কিলকোট চা বাগানের ১৭ নং সেকশনের ভিতর ২ টি
চিতাবাঘের শাবক নজরে আসে কর্মরত শ্রমিকদের। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয়
এলাকায়। ওই এলাকায় আতঙ্কে কিছুক্ষন কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা।খবর পেয়ে খুনিয়া
স্কোয়াড থেকে বনকর্মীরা এসে শাবক গুলোকে বাগানেই রেখে দেয়। সেই সাথে সাধারণ মানুষ
যাতে সেই লেপার্ড শাবকের সামনে আসতে না পারে সেই দিকেও নজর রাখে তারা। মনে করা
হচ্ছে মা লেপার্ড খাবারের সন্ধানে আশেপাশেই রয়েছে। সন্ধ্যার পর তাদের মা শাবকদের সেখান থেকে নিয়ে যাবে।
নকশালবাড়ির
রঘুজোত ও ঢাকনা জোত এবং খড়িবাড়ির প্রসাদু জোতে দলছুট হাতির হানায় মোট ৩জন জখম হয়। রবিবার সন্ধ্যায় খড়িবাড়ির
প্রসাদুজোতে সাইকেল নিয়ে রাস্তা পারাপার করার সময় এক সাইকেল চালককে ধাক্কা দেয়
দলছুট হাতি। ঘটনায় গুরুতর জখম হন নগর বর্মন। আহতকে উদ্ধার করে নকশালবাড়ি
হাসপাতালে পাঠানোর পর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পাশাপাশি নকশালবাড়ির
রঘুজোত ও ঢাকনা জোতে হাতির হানায় টিগেন সিংহ ও কৃষ্ণকান্ত বর্মন জখম হন। আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে আনার
পর একজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।