নিউজ ডেস্ক: একদিকে রাজ্য জুড়ে
বাজি ধরছে পুলিশ। অন্যদিকে বাজি মেলা করতে চলেছে কোচবিহার পুরসভা। মঙ্গলবার কোচবিহার রাসমেলা ময়দানে শুরু হতে চলেছে বাজিমেলা, কোচবিহার পৌরসভার উদ্যোগে এবং ব্যবসায়ী সমিতির সহযোগিতায় সোমবার থেকে শুরু হতে চলেছে বাজি মেলা।
এ বিষয়ে
ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরোজ কুমার ঘোষ বলেন, “প্রশাসনের উদ্যোগে
এই বাজিমেলা ভবানীগঞ্জ বাজার থেকে সরিয়ে নিয়ে গিয়ে রাসমেলা ময়দানে করা হচ্ছে। বিভিন্ন জায়গায় এর আগেও দেখা গিয়েছিল দীপাবলীর আগে বিভিন্ন ধরনের দুর্ঘটনার
সম্মুখীন হতে হয়েছিল। ভবানীগঞ্জ বাজারে যেরকম পরিস্থিতির
মধ্যে এর আগে বাজি বিক্রেতারা বিক্রি বাজি বিক্রি করত তাতে যেকোনো সময় একটা
দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু সেটা কোনদিন হয়নি। খুবই আতঙ্কিত অবস্থায় ব্যবসা করতে হত”।
তবে রাজ্য জুড়ে যে ধরপাকড় চলছে
তা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। বাজার অবধি পৌঁছনোর আগেই রাস্তায় পুলিশ বাজি বাজেয়াপ্ত
করে নিলে বাজারে কি নিয়ে ব্যবসা হবে তা নিয়ে চিন্তিত তারা। এক্ষেত্রে নানান ধরণের ছাড়পত্রের
বেড়াজালে আটকে ব্যবসায়ীরা। পুলিশকে উপরি না দিলে থেকে যায় ঝক্কি। তবে এবার পুরসভার
উদ্যোগে বাজি মেলা আয়োজিত হওয়ায় কিছুটা হলেও লাভের মুখ দেখার আশায় ব্যবসায়ীরা।