পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের
গতি বাড়াল ইডি। এবার জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন এক আমলা ও প্রাক্তন পুরপ্রধান। মঙ্গলবার সকালে সল্টলেকের ইডি দফতরে এলেন আইএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়।
পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তার বাড়িতে আগেই হানা দিয়েছে ইডি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে মঙ্গলবার আবার
ডাকা হয়। সোমবার ইডি দফতরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়
তাকে। এর আগে দীর্ঘক্ষণ তার সল্টলেকের বাড়িতেও হানা দিয়েছে নথি সংরহ ও জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা।
একই দিনে পুরনিয়োগ
দুর্নীতি মামলায় ইডি দফতরে আসেন দক্ষিণ দমদম পুরসভার বিদায়ী বোর্ডের পুরপ্রধান পাঁচু গোপাল রায়। এর আগে তার বাড়িতে ইডি আধিকারিকেরা গিয়ে তদন্ত চালান। মঙ্গলবার
সকাল ১০:৪৫ নাগাদ তিনি সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে এসে পৌঁছন। তার আসার আগেই এই মামলায় ইডি দফতরে এসে পৌঁছান ডিএলবির
প্রাক্তন আধিকারিক আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়।