নিউজ ডেস্ক: সইফ কন্যা সারা যে ঘুরতে ভালোবাসে তা সকলেই জানে। আর তাঁর প্রিয় জায়গা কেদারনাথ মন্দির। এই নিয়ে তৃতীয়বার কেদারনাথ বেড়াতে গেলেন তিনি। সেখান থেকেই ছবি ও ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। ইতিমধ্যেই সারার ফুরফুরে মেজাজের ও সরলতার অনুরাগী হয়ে পড়েছেন অনেকেই। বলিউডের নামকরা পরিবারের মেয়ে এবং স্বনামধন্য অভিনেত্রী হয়েও ঘুরতে গেলে মাটির মানুষ হয়ে যান সারা। অভিনেত্রী সুলভ ব্যাপারটাই হারিয়ে যায় তাঁর মধ্যে থেকে। বরং হয়ে ওঠেন একেবারে ঘরের মেয়ে। তাঁর এমন চালচলনের জন্য অনেকবারই সোস্যাল মিডিয়ায় প্রশংসা পেয়েছেন তিনি।
সারার বলিউডে অভিষেকই হয় কেদারনাথ মন্দির থেকে। তাঁর প্রথম ছবিই ছিল কেদারনাথ মন্দির ঘিরে। তিনি একথা আগেও স্বীকার করেছেন, এই স্থান তাঁর বড়ই প্রিয়। এবার তৃতীয়বার ভ্রমণে গিয়ে ট্রেক করেই পাহাড়ে ওঠেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করে ভাগ করেছেন তিনি। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে ক্যাসুয়াল ট্র্যাক প্যান্ট, ফুল স্লিভ টিশার্ট, গলায় স্কার্ফ ও নামাবলি জড়িয়ে লাঠি হাতে ট্রেক করছেন তিনি।
আবার কোথাও স্থানীয় মানুষের বাড়িতে শাক বেছেছেন, পাহাড়ি নদীতেই হাত মুখ ধুয়েছেন, কখনো খালি পায়ে পাহাড়ের কোলে ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন আবার কখনো রাস্তাতেই বসে খাবার খাচ্ছেন। কেদারনাথ পৌঁছে সেখানে পুজোও দেন তিনি। সাধু সন্ন্যাসীদের থেকে আশীর্বাদও নিতে দেখা যায় তাঁকে। তাঁর এমন তারকাসুলভ ব্যবহার না করার বিষয়টিকে বাহবা দিচ্ছে নেটিজেনরা।