নিউজ ডেস্ক: চিনের ডিজিটাল ম্যাপিং প্ল্যাটফর্ম সংস্থাগুলি মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে ইজরায়েলের নাম মুছে দিল। অনলাইনে দেখা যায় এমন ডিজিটাল মানচিত্র থেকে ইজরায়েলের নাম বাদ দিল চিনের প্রযুক্তি কোম্পানি আলিবাবা ও বাইদু। ইজরায়েল ও হামাস যুদ্ধের মধ্যে সামাজিক মাধ্যমে চিনে ইহুদি বিদ্বেষের বন্যা বয়ে গিয়েছে। চিনের সরকারও সামাজিক মাধ্যমে কড়া নজর রাখে। তারমধ্যেই ইহুদি বিদ্বেষ চোখে পড়েছে। যদিও প্রথম থেকেই চিনের প্রধানমন্ত্রী শি ঝিনপিং প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়েছেন। তারপরই দেখা গেল মানচিত্রেও জায়গা নেই ইজরায়েলের।
মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার এক প্রতিবেদনে প্রথম এই তথ্য সামনে আনে। প্রতিবেদনে লেখা হয়েছে, “বাইদুর চিনা ভাষার অনলাইন ম্যাপে ইজরায়েলের আন্তর্জাতিক স্বীকৃত সীমান্ত, সেইসঙ্গে প্যালেস্তাইনের এলাকা ও গুরুত্বপূর্ণ শহরগুলিকে চিহ্নিত করেছে। কিন্তু নাম দিয়ে ইংরায়েলকে স্পষ্টভাবে চিহ্নিত করেনি”।
উল্লেখযোগ্যভাবে, লুক্সেমবার্গের মতো ছোট দেশের নাম দেখা গেলেও ইজরায়েলের নাম ওই ডিজিটাল ম্যাপে দেখা যাচ্ছে না। কিন্তু এ ধরনের পদক্ষেপের কোনও ব্যাখ্যা চিনের দুই বৃহৎ সংস্থা দেয়নি।