নিউজ ডেস্ক: বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ এখন পাল্টে গিয়ে সারা বছর ধরেই নানান উৎসবেই মাতে শহর কলকাতা। এক দিকে যেমন দুর্গাপুজো আছে, আবার তেমন আছে দিওয়ালি ও ক্রিসমাসও। গত কয়েক বছর ধরে হ্যালোউইন উৎসবও পালন করছেন বাঙালিরা। প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্ব জুড়ে পালন করা হয় ‘হ্যালোউইন’। কয়েকবছর আগে পর্যন্ত শুধুমাত্র পশ্চিমের দেশগুলিতেই সীমাবদ্ধ ছিল এই উৎসব। তবে এখন ইন্টারনেটের কারণে সময় বদলেছে। সাধারণ মানুষের পাশাপাশি টলিপাড়ার তারকারও মেতেছেন হ্যালোউইন উৎসবে। নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যালোউইনের বিশেষ সাজে দিদি চিত্রাঙ্গদা শতরূপার সঙ্গে দেখা দিলেন ঋতাভরী চক্রবর্তী।
হ্যালোউইনের আমেজে গাউনের সঙ্গে মানানসই পরচুলা ও মেকআপে ধরা দিলেন তিনি। ক্যানোপির সোফা সেটে চারিদিক আলোয় আলোকিত। বসে আছেন ঋতাভরী। তাঁর দিদিকেও দেখা গেল তেমনই একটি সাজে। বেশ কয়েকটা ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘হ্যাপি হ্যালোউইন’। শুধু নায়িকা নন, আরও অনেককে এমন হ্যালোউইনের সাজে দেখা যাচ্ছে সমাজমাধ্যমের পাতায়।
তবে হ্যালোউইনের সাজে ঋতাভরীর এই লুক দেখে ধেয়ে এসেছে একের পর এক তির্যক মন্তব্য। কেউ লেখেন, ‘এই সাজেই আপনাকে বেশি ভাল মানায়।’ আবার কেউ লিখেছেন, ‘আপনাকে পরীর মতো লাগছে’। আবার কেউ কটাক্ষ করেছে। যদিও কোনও দিনই কারও কথায় খুব বেশি গুরুত্ব দেন না ঋতাভরী। এ ক্ষেত্রেও অনেকটা তেমনই ঘটেছে। কিছু মাস আগে মুক্তি পেয়েছে ঋতাভরী অভিনীত ছবি ‘ফাটাফাটি’। সম্প্রতি তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘নন্দিনী’ও প্রশংসিত হয়েছে দর্শক মহলে।