নিউজ ডেস্ক: পাকিস্তান ও চিন, দেশের দুই চিরশত্রুকে মোক্ষম জবাব দিতে আরও শক্তিশালী ভারত। দুই শত্রু দেশের সীমান্তে এবার রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করল ভারতীয় বায়ুসেনা।
প্রতিরক্ষা সূত্রে খবর, সীমান্তে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেমের ৩টি স্কোয়াড্রনকে সক্রিয় করা হয়েছে। যার মধ্যে একটি ইউনিট বিশেষভাবে মোতায়েন করা হয়েছে চিন ও পাকিস্তান সীমান্তে। বাকি দুই মিসাইলের জন্য খুব শীঘ্রই রুশ প্রতিরক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে চলেছে নয়াদিল্লি। উল্লেখ্য, ২০১৮-১৯ সালে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিনিময়ে রাশিয়ার সঙ্গে ৫টি অত্যাধুনিক এস-৪০০ মিসাইল সিস্টেম কেনার চুক্তি স্বাক্ষর করে ভারত। সেই চুক্তি অনুসারে ইতিমধ্যেই ৩টি মিসাইল হাতে পেয়েছে নয়াদিল্লি।
কি এই এস-৪০০ মিসাইল সিস্টেম?
এই সিস্টেমটিতে মাল্টি-ফাংশন র্যাডার রয়েছে। শুধু মিসাইল নয়, এই প্রযুক্তির সাহায্যে শত্রুর বিমান এবং ড্রোনও ধ্বংস করা যাবে। এতে অটোনোমাস ডিটেকশন, টার্গেটিং সিস্টেম, বিমান-বিধ্বংসী মিসাইল ব্যবস্থা, লঞ্চার এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টার রয়েছে। এতে রয়েছে তিনটি ভিন্ন ধরনের মিসাইল প্যাক, যা ৩০ কিলোমিটার উচ্চতায় ও ৪০০ কিলোমিটার দূরের যে কোনও লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন যে এই মিসাইল সিস্টেম একই সঙ্গে ৩৬টি লক্ষ্যে টার্গেট করতে পারে। সেইসঙ্গে, বহুবিধ লক্ষ্যকে টার্গেট করতে এই মিসাইল সিস্টেম থেকে চার ধরনের মিসাইল নিক্ষেপ করা যায়। এই সিস্টেমে রয়েছে ২৫০ কিমি রেঞ্জের 48N6DM মিসাইল, ৪০০ কিমি রেঞ্জের 40N6 মিসাইল এবং ১২০ কিমি রেঞ্জের 9M96E এবং 9M96E2 মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ মিসাইল।
প্রসঙ্গত, উল্লেখ্য, চিন ও পাকিস্তানের সঙ্গে একযোগে মোকাবিলা করতে ও প্রতিপক্ষের মিসাইল ও যুদ্ধবিমানগুলোকে মাঝ আকাশে ধ্বংস করতেই এই পদক্ষেপ নিয়েছে ভারত । ২০২১ সালে পাঞ্জাবে প্রথম এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছিল ভারতীয় বায়ুসেনা। সামরিক বিষয়ে ওয়াকিবহাল মহলের দাবি, এর ফলে এক ধাক্কায় অনেকটাই শক্তি বেড়ে গিয়েছে ভারতীয় বায়ুসেনার।