নিউজ ডেস্ক: মঙ্গলবার হেফাজতে
পেয়েই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ম্যারাথন জেরা শুরু করেন ইডি আধিকারিকরা। রেশন
দুর্নীতিতে কী ভূমিকা ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর তা জানতে চান তদন্তকারীরা। ধৃত বাকিবুর
রহমানকে তিনি কতদিন চেনেন?, বাকিবুর রহমানের এত সম্পত্তি
কোথা থেকে এবং কী করে হল? দীর্ঘদিন ধরে কীভাবে বাকিবুর
রহমানের রাইস মিল সরকারি তালিকাভুক্ত ছিল? এতদিন ধরে এত
সুযোগ সুবিধা কী করে পেলেন বাকিবুর রহমান?
বাকিবুর
জ্যোতিপ্রিয় মল্লিকের কথায় শ্রী হনুমান রিয়েলকন-সহ ৩টি সংস্থা ১২ কোটি টাকা দিয়ে
কেনেন। পরে আরও ৮ কোটি টাকা নগদ জমা করেন, দাবি ইডি সূত্রের।
এই বিষয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রীর কী বক্তব্য? জানতে চায় ইডি।
স্ত্রী ও কন্যার অ্যাকাউন্টে কী করে প্রায় ১০ কোটি টাকা ঢুকল? তাঁর ঘনিষ্ঠ ও পরিবারের লোকজন এমনকী পরিচারক কীভাবে ওই সব সংস্থার
আধিকারিক পদে ছিলেন?,তাঁর পরিবারের সদস্যদের বিদেশে যাওয়ার বিমানের টিকিট বাকিবুর কেন কেটেছিলেন?,বাকিবুরের থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কি কোনওভাবে লাভবান হয়েছেন?
দিনভর ম্যারাথন জেরায় জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে জানতে চায় ইডি।
অন্যদিকে উচ্চ শিক্ষা
সংসদ নিয়ে বিতর্ক হোক, চায় না বিকাশ ভবনের একটা
বড় অংশ। এমতাবস্থায় প্রিয়দর্শিনীর পদ যাবে নাকি থাকবে? তা নিয়েই
বেড়েছে শুরু হয়েছে জল্পনা। টিউশন পড়িয়ে কোটি কোটি টাকার
মালিক হয়েছেন বলেও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর থেকেই শিরোনামে
রয়েছেন তার কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। আদালত, হাসপাতাল থেকে সিজিও কমপ্লেক্সে, সর্বত্র দেখা
যাচ্ছে মন্ত্রী-কন্যাকে। পেশায় অধ্যাপক প্রিয়দর্শিনীর বিপুল সম্পত্তি নিয়ে
ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন। প্রশ্ন উঠেছে, শুধুমাত্র টিউশন
পড়িয়ে মন্ত্রীর মেয়ে কীভাবে প্রায় সাড়ে তিন কোটির মালিক হলেন? এমনকী বেশ কিছু ভুয়ো সংস্থার ডিরেক্টর হিসেবেও প্রিয়দর্শিনীর নাম আছে বলে
দাবি ইডি-র। দুর্নীতির সঙ্গে যাঁর নাম জড়িয়েছে তাঁকে কি
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মত প্রতিষ্ঠানের সচিবের মতো পদে রাখা যায় উঠছে প্রশ্ন?