নিউজ ডেস্ক: ২ নভেম্বর গ্রেফতার হতে পারেন আপ-এর জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! এবার এমনই আশঙ্কা প্রকাশ করলেন দলের ‘নাম্বার টু’ তথা দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি। কেজরিওয়ালকে ইডি-র তলবের পর এক সাংবাদিক সম্মেলনে অতীশি বলেন, “আমাদের কাছে তথ্য আছে, ২ নভেম্বর অরবিন্দ কেজরিওয়াল যখন ইডি-র সদর দফতরে হাজিরা দেবেন, তখন তাঁকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে।”
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছে ইডি। ২ নভেম্বর কেন্দ্রীয় সংস্থার সদর সফতরে তলব করা হয় তাঁকে। মামলার প্রথম এফআইআর-এ দিল্লির মুখ্যমন্ত্রীর নাম না থাকলেও চার্জশিটে কেজরির নাম রয়েছে বলে খবর। আর তাই আপ প্রধানকে তলব করা হয়েছে বলে খবর।
এই একই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন আপের সেকেন্ড ইন কমান্ড তথা দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। গ্রেফতার হয়েছেন আপের আরও এক বড় নেতা তথায় রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। অতীশির বক্তব্য, দলের সর্বোচ্চ নেতৃত্বকে জেলে আটকে আপকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছে বিজেপি। এদিকে, সিবিআই এবং ইডি স্পষ্ট জানিয়েছে উপযুক্ত তথ্য প্রমাণ রয়েছে বলেই মণীশ এবং সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে সঞ্জয়কে জেরা করে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে। সেই সমস্ত তথ্য নিয়ে বিস্তারে জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছে আপ সুপ্রিমোকে।