নিউজ ডেস্ক:
দুর্গা পুজো, লক্ষ্মী পুজোয় আকাশ ছুঁয়েছিল ফুলের দাম। ফুল
কিনতে গিয়ে হাত পুড়েছিল পুজো উদ্যোক্তা থেকে আম জনতার। এবার কালী পুজো। দুর্গা পুজোর পর কালী পুজোতেও ফুলের দাম বৃদ্ধি নিয়ে এখন থেকেই আশঙ্কায়
পুজো উদোক্তারা। যদিও ফুল চাষী থেকে ফুল ব্যবসায়ীদের মতে বর্তমান ফুলের যা দাম সেই
দামের তুলনায় কালী পুজোর সময় ফুলের দাম অনেকটাই বৃদ্ধি পাবে।
সামনেই কালী
পুজো। আর কালী পুজোতে জবা ফুলের চাহিদা যে আকাশ ছোঁওয়া হবে সেটা আর বলার অবকাশ
রাখেনা। তবে গত কয়েক বছরের তুলনায় এইবছর দুর্গাপুজোর সময় জবা ফুলের দাম যেভাবে
বৃদ্ধি পেয়েছিল তাতে কালী পুজোর সময় ও জবা ফুলের দাম বৃদ্ধি যথেষ্ট ভাবাচ্ছে পুজো
উদোক্তাদের। যদিও ফুল চাষী ও ফুল ব্যবসায়ীদের মতে দুর্গা পুজোর আগে একটানা
নিম্নচাপের বৃষ্টির কারণে ফুল চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় এইবছর সব ফুলের দাম লাগাম
ছাড়া বৃদ্ধি পেয়েছিল। তবে এখন আবহাওয়ার উন্নতি হওয়ায় কিছুটা হলেও দামের সমস্যা
মিটবে বলে আশা ফুল চাষী ও ফুল ব্যবসায়ীদের। কালীপুজোয় জবা ফুলের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাগনানের ফুল চাষী
অমিত মাজির বক্তব্য দুর্গাপুজোর আগে একটানা বৃষ্টিতে জবা গাছের ফুলের কুঁড়ি সব
নষ্ট হয়ে গিয়েছিল। সেই কারণে দুর্গা পুজোর সময় ফুলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি
পেয়েছিল। দুর্গা পুজোর অষ্টমীর দিন জবা ফুল ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা হাজার
বিক্রি হয়েছে। তবে বর্তমানে হাজার জবা ফুলের দাম ২০ টাকায় নেমে গেছে। যদিও কালীপুজোর
এক সপ্তাহ আগে থেকে জবা ফুলের দাম আবার বৃদ্ধি পেতে শুরু করবে এবং কালী পুজোর দিন
আবার আকাশ ছোঁওয়া হবে বলে আশঙ্কা প্রকাশ করেন অমিত মাজি।
অন্যদিকে দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পর ফুলের দাম এক ধাক্কায় অনেকটা কমে
গেলেও এক সপ্তাহ পর থেকে ফুলের দাম আবার বৃদ্ধি পেতে শুরু করবে বলে জানান
সারা বাংলা ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক নারায়ন
নায়েক। তিনি জানান দুর্গা পুজোতে যেভাবে জবার দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল
সেটা কেউ কল্পনাও করতে পারেনি। সেই পরিপেক্ষিতে কালী পুজোতে সাভাবিক নিয়মে জবা
ফুলের দাম দুর্গা পুজোর থেকেও বেশী হওয়ার কথা। তবে কতটা দাম বৃদ্ধি পাবে এখন সেটাই
দেখার বিষয়।