নিউজ ডেস্ক:
রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের হাত ধরে এলাকাবাসীদের দীর্ঘদিনের
দাবি পূরণ হতে চলেছে। অবশেষে বৈদ্যুতিক চুল্লি পেতে চলেছেন নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের শিব নিবাস এলাকার
বাসিন্দারা।
শিব নিবাস একটি
ধর্মীয় তীর্থস্থান হওয়ার সুবাদে সারা বছর বহিরাগত দর্শনার্থীদের সমাগম ঘটে ওই
এলাকায়। পাশাপাশি এলাকাটি ধর্মীয় স্থান হওয়ার সুবাদে শিবনিবাস এলাকায় একটি
অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি নির্মাণের মধ্যে দিয়ে মহাশ্মশান গড়ে তোলার দাবি
দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন এলাকাবাসী। চলতি
বছরের ১৮ই আগস্ট ভারত ভুক্তি অনুষ্ঠানে যোগদান করতে এসে
এলাকাবাসীদের দাবি মত শিব নিবাসে একটি বৈদ্যুতিক চুল্লি গড়ে তোলা হবে বলে আশ্বাস
দেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার।
এরই মধ্যে এলাকার
উন্নতির স্বার্থে শুকদেব ঘোষ নামের স্থানীয় ১ সহৃদয়ক ব্যক্তি বৈদ্যুতিক চুল্লি
নির্মাণের জন্য স্বইচ্ছায় জমি দান করার ইচ্ছা প্রকাশ করেন। মূলত তারই
পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে এলাকাবাসীদের দীর্ঘ প্রত্যাশিত বৈদ্যুতিক চুল্লি
নির্মাণের কার্য শুরু করার লক্ষ্যে শিব নিবাসে পৌঁছান রানাঘাট লোকসভা কেন্দ্রের
সাংসদ জগন্নাথ সরকার। সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে আগামীকাল থেকেই চুর্নী নদীর ধারে মনোরম পরিবেশে বৈদ্যুতিক
চুল্লি নির্মাণের কাজ শুরু হবে বলে আশ্বাস দেন সাংসদ। পাশাপাশি চুল্লিটি নির্মাণ
হলে কৃষ্ণগঞ্জ, শিব নিবাস এলাকা ছাড়া পার্শ্ববর্তী বিভিন্ন
এলাকার মানুষজন শবদেহ দাহ করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবেন বলে জানান তিনি।
সংসদ তহবিলের অর্থে বৈদ্যুতিক চুল্লিটির নির্মাণ কার্য শুরু হতে চলেছে বলে
স্বাভাবিকভাবেই খুশি শিব নিবাস সহ বিস্তীর্ণ এলাকার স্থানীয় বাসিন্দারা।