নিউজ ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্র হচ্ছে ইজরায়েল-হামাস যুদ্ধের ঝাঁঝ। গাজা স্ট্রিপ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হামাস-কে নিশ্চিহ্ন করার শপথ নিয়েছে ইজরায়েল। এবার গাজার সবথেকে বড় রিফিউজি ক্যাম্পে হামলা করল আইডিএফ। হামলায় হামাসের এক শীর্ষ কম্যান্ডার সহ বেশ কয়েকজন জঙ্গি নিকেশ হয়েছে বলে দাবি আইডিএফ-এর। অন্যদিকে প্যালেস্তাইন স্বাস্থ্য মন্ত্রকের দাবি, শরণার্থী শিবিরে ধারাবাহিক বিস্ফোরণে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। আহত বহু।
ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে নিয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্স। তারা জানায়, এয়ারস্ট্রাইকে হামাসের সেন্ট্রাল জাবালিয়া ব্যাটেলিয়নের কম্যান্ডার ইব্রাহিম বিয়ারি নিহত হয়েছেন। ওই হানায় আরও বেশ কয়েক হামাস জঙ্গি নিহত হয়েছে। হামাস কম্যান্ডার বিয়ানি গত ৭ অক্টোবর ইজরায়েলের উপরে হামলার জন্য দায়ী ছিলেন বলেই দাবি আইডিএফের। ধ্বংস হয়েছে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কের একটি অংশও। তবে উত্তর গাজার এই এলাকা থেকেই আগেই প্যালেস্তিনীয়দের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল আইডিএফ।
অন্যদিকে, আইডিএফের তরফে গাজার নাগরিকদের নিরাপদ আশ্রয়ের জন্য গাজার দক্ষিণ দিকে যেতে বলা হয়েছে। এদিকে, মিশরের তরফে পুনরায় রাফা সীমান্ত খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধে আহত প্যালেস্তিনীয়দের চিকিৎসার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। যুদ্ধ শুরুর পর এই প্রথম নিজে থেকে সীমান্ত খুলতে রাজি হল মিশর।