নিউজ ডেস্ক : মাছ ধরার জন্য মুগরী পাতা হয়েছিল। আর তাতে আটকে পড়ল একটি বিষধর কেউটে সাপ। পরে কেউটে সাপটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দিল পরিবেশকর্মীরা। জানা গেছে বুধবার সকালে শ্যামপুরের ডিহিমন্ডলঘাট ১ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেরা পাড়ায় মাছ ধরার মুগরীতে একটি কেউটে সাপ আটকে পড়ে। মুগরীর মধ্যে কেউটে সাপ দেখতে পেয়ে এলাকার বাসিন্দা সায়ন বেরা ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্যদে র খবর দেন। পরে গ্রুপের সদস্য সেখ জাকির হোসেন, অভিক মাইতি, অর্পন দাস দ্রুত ঘটনাস্থলে পৌছান। পরে তারা সাপটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেন।