নিউজ ডেস্ক: সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ চালু করা হবে মারাঠাদের জন্য। বুধবার সর্বদলীয় বৈঠকের পর এমনই প্রতিশ্রুতি দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। তিনি জানান, “মারাঠাদের কুনবি শ্রেণিভুক্ত হিসাবে ওবিসি তালিকা সংরক্ষণের সুবিধা দেওয়া হবে।”
মারাঠা সংরক্ষণ ইস্যুতে এদিন সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মহারাষ্ট্র। সোমবার এই বিষয়ে আন্দোলনের প্রধান মুখ মনোজ জারাঙ্গে পাটেলের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হওয়ার পর অনশন প্রত্যাহার করে নেন তিনি। কিন্তু তা সত্ত্বেও নিজেদের দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে বুধবার সর্বোদলীয় বৈঠকের ডাক দেন শিণ্ডে। বৈঠকের পর শিণ্ডে জানান, কুনবিদের ওবিসি আওতায় সংরক্ষণের শংসাপত্র দেওয়া হবে।
পাশাপাশি ঠিক হয়, মরাঠা সম্প্রদায় শিক্ষাগত এবং সামাজিক ক্ষেত্রে কতটা পিছিয়ে সে বিষয়ে নতুন করে তথ্য সংগ্রহ করবে ওবিসি কমিশন। কুনবিরা মূলত কৃষক সম্প্রদায়ভুক্ত মরাঠা। শিন্ডে কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে, ১ লক্ষ মরাঠা সম্প্রদায়ভুক্তের নথি যাচাই করে ১১,৫৩০ জন কুনবিকে চিহ্নিত করেছে তারা।
প্রসঙ্গত, মারাঠা সংরক্ষণ ইস্যুতে গত এক সপ্তাহ ধরে অশান্তি চলছে মহারাষ্ট্রে। মারাঠাওয়াড়া এবং পশ্চিম মহারাষ্ট্রের একাধিক মন্ত্রী ও বিধায়কের বাড়িতে হামলাও চালানো হয়েছে। এই আবহে এক সপ্তাহ ধরে চলা অনশন আন্দোলনের মধ্যে জলগ্রহণ বন্ধ করার হুঁশিয়ারি দেন মনোজ। অবশেষে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হল শিণ্ডে সরকার বলে মত বিশ্লেষক মহলের একাংশের।