নিউজ ডেস্ক: দুর্গাপুজোর পর এখন বাতাসে হালকা শীতের আমেজ। যদিও হাওয়া অফিসের মতে বঙ্গে এখনই সেভাবে শীত পড়ছে না। তবে বঙ্গে শীত না পড়লেও ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। বাদ যায়নি হাওড়া জেলার পর্যটন কেন্দ্রগুলিও । জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ভীড় জমাতে শুরু করেছে পর্যটকেরা। তবে জেলার পরিচিত পর্যটন কেন্দ্র ছাড়াও জেলার আরোও কয়েকটি পর্যটন কেন্দ্রকে পর্যটকদের কাছে আকর্ষনীয় করে তোলার ধরার উদ্যোগ নিয়েছে হাওড়া জেলা পরিষদ। যার মধ্যে আছে বাগনান বিধানসভার দেউলটির অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি সংলগ্ন এলাকা, উদয়নারায়ণপুর বিধানসভার গড়ভবানীপুরে রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র এবং বাগানের খালোড় কালীবাড়ি সংলগ্ন এলাকা।
হাওড়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধক্ষ্য মানস বসু জানান, “ইতিমধ্যে জেলার এই তিনটি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর জন্য ডিপিআর তৈরী করে রাজ্য পর্যটন দপ্তরের কাছে পাঠানো হয়েছে। এছাড়াও উদয়নারায়ণপুর বিধানসভার বড়দা, জগৎবল্লভপুর বিধানসভার গোহালপোতা, হাওড়া আমতা রেল লাইনের ডাঁশি ষ্টেশন সংলগ্ন এলাকা সহা আরোও কয়েকটি এলাকা সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামীদিনে জেলায় একটা সার্কিট ট্যুরিজমের পরিকল্পনা ও জেলা পরিষদের পক্ষ থেকে করা হচ্ছে বলে জানান মানস বসু। তিনি জানান এই সার্কিট ট্যুরিজমে বাসের মাধ্যমে পর্যটকদের সারাদিন জেলার একাধিক পর্যটন কেন্দ্র ঘোরানোর ব্যাবস্থা থাকবে।”