নিউজ ডেস্ক: বিশ্বকাপ ২০২৩-এ টানা ৬ ম্যাচ অপরাজিত ভারত। আজ সপ্তম ম্যাচ জিতে সেমি ফাইনালের রাস্তা ১০০% পাকা করতে মাঠে নামছে রোহিত ব্রিগেড। প্রতিপক্ষ কমজোরি শ্রীলঙ্কা। সদ্য এশিয়া কাপের ফাইনালে এই শ্রীলঙ্কাই লজ্জাজনকভাবে হেরেছিল ভারতের কাছে। সেই স্মৃতি ফিকে পড়েনি এখনও। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে চনমনে মেন ইন ব্লু।
আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে অধিনায়ক রোহিত শর্মা জানান, লঙ্কার বিরুদ্ধে ৩ স্পিনার নিয়েও মাঠে নামতে পারে ভারত। এতদিন ২ স্পিনার নিয়ে খেলছিল দল। বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার পর আপাতত মাঠের বাইরে রয়েছেন দলের অন্যতম বরিষ্ঠ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৩ স্পিনার নিয়ে রোহিত আজ মাঠে নামলে ফের সুযোগ পাওয়ার সম্ভাবনা অশ্বিনের। রোহিতের বক্তব্য, মাঝ ওভারে স্পিনাররা খুব সফলভাবে রান আটকে দিচ্ছেন প্রতিপক্ষের, এই কারণে বাড়তি স্পিনার খেলানো যেতে পারে।
অন্যদিকে, পেসারদের মধ্যে শামি-বুমরা অসামান্য ফর্মে থাকার জন্য তাঁদের বসানোর ঝুঁকি নেবে বলে মনে হয় না দল। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার এবং সূর্যকুমার একসঙ্গে থাকার সম্ভাবনা আজ কম বলেই মনে করা হচ্ছে।
ম্যাচ শুরু- দুপুর ২ টো, ওয়াংখেড়ে স্টেডিয়ামে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস এবং হটস্টারে।