নিউজ ডেস্ক: লক্ষ কন্ঠে
গীতাপাঠ। সংঘ ঘনিষ্ঠ সংগঠন অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ চমক দিতে চলেছে। তবে সংগঠনের তরফে স্পষ্ট জানানো
হয়েছে চমক নয় জাগরণের উদ্দেশ্যে তারা এই আয়োজন করতে চলেছে। এক দিনে
লক্ষাধিক কন্ঠে গীতা পাঠ করে এক দিকে বিশ্ব রেকর্ড তো হবেই। এখানেই থেমে থাকতে চায়
না সংগঠন। শহুরে জীবনে আনন্দ উৎসব করতে গিয়ে ধর্মীয় রীতিনীতি থেকে খানিকটা দূরে সরে
যাওয়া মানুষগুলোকে ফের ধার্মিক করে তোলাই সংগঠন এবং কার্যক্রমের আসল উদ্দেশ্য।
Tags: NULL