নিউজ ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় ইডি-র দফতরে যাচ্ছেন না আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। চিঠি লিখে ইডিকে সমন ফেরাতে বললেন তিনি। চিঠিতে লিখলেন, ইডির এই নোটিস রাজনৈতিক ভাবে বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অবিলম্বে যেন ফিরিয়ে নেওয়া হয় এই নোটিস। আম আদমি পার্টি সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাজিরা এড়িয়ে নির্বাচনী প্রচারের জন্য মধ্যপ্রদেশের সিঙ্গাউলিতে পথসভা করবেন তিনি। সঙ্গে থাকবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
আবগারি নীতি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। বর্তমানে জেলে রয়েছেন দু’জনেই। চলতি সপ্তাহের শুরুতে মণীশের জামিনের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তারপর জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালকে তলব করে ইডি। উল্লেখ্য, বুধবার দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী দাবি করেন জিজ্ঞাসাবাদের জন্য তলব করে কেজরীকে গ্রেফতারের ছক কষেছে ইডি। তাৎপর্যপূর্ণভাবে, আপ নেত্রীর সেই অভিযোগের পরই হাজিরা এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী।
এদিকে, আর্থিক দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় সংস্থার র্যাডারে আরও এক আপ মন্ত্রী। বৃহস্পতিবার সকালে কেজরি মন্ত্রিসভার সদস্য রাজকুমার আনন্দের সরকারি আবাসন সহ মোট ৯টি ঠিকানায় তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সংস্থার সূত্রে খবর, বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের প্রমাণ পাওয়ায় দিল্লির শ্রমমন্ত্রীর বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।