নিউজ ডেস্ক: ভুল চিকিৎসার শিকার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী!
সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে থেকে চিকিৎসা করিয়েও
মুখ্যমন্ত্রী নাকি ভুল চিকিৎসার শিকার। তার পায়ে নাকি সেপ্টিকের দেখা মেলে। নবান্নে
সাংবাদিক সম্মেলন চলাকালীন মিডিয়ার প্রতি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ক্ষোভ উগড়ে দেওয়ার
সময় স্পেন থেকে ফেরত আসার পর স্বাস্থ্যের বেহাল দশার কথা নিজেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমার পায়ে সেপ্টিকের মত হয়েছিল। ভুল চিকিৎসার জন্য। ইভি ইনেজেকশন দিতে হয়েছে”।
রেশন দুর্নীতি সামনে আসার পর থেকেই স্বাস্থ্য দফতর নিয়ে বিরোধীদের নিশানায় শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল চিকিৎসার কথা বলতেই নতুন করে স্বাস্থ্য মন্ত্রক বিরোধীদের নিশানায়। পরিকাঠামো
থেকে হাসপাতালের পরিষেবা, একেবারে নিম্নমানের অভিযোগ বিরোধীদের। তার মধ্যে আবার নতুন
করে দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার
এমনকি দিলীপ ঘোষও স্বাস্থ্য ব্যবস্থায় অনিয়ম ও ভঙ্গুর পরিকাঠামো নিয়ে প্রতিদিন সরব হচ্ছেন। এরই মাঝে মুখ্যমন্ত্রী
গ্রেফতার হবেন বলে হুঁশিয়ারি দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর
ভুল চিকিৎসার দায় তার উপরেই বর্তালেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে বলেন, ” উনি সুপার স্পেশালিটি হাসপাতাল বলে বড় বড় বাতেলা দেন। বলে বড় শিক্ষা গেছে জেলে, রেশন গেছে জেলে, এবার স্বাস্থ্য যাবে জেলে”।