নিউজ ডেস্ক: আরও মজবুত হচ্ছে দু’দেশের সম্পর্ক। এবার সংযুক্ত আরব আমিরশাহিতে শাখা খুলবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন(CBSE)। তিনদিনের সফরে গিয়ে আবুধাবিতে এমনটাই জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
এই প্রসঙ্গে ভারতের শিক্ষামন্ত্রী বলেন, “দু’দেশের মধ্যে সম্পর্ক দারুণ পর্যায়ে রয়েছে। শিক্ষা ও স্কিলের বিষয়ে দু’দেশের মধ্যে চুক্তিও রয়েছে। ইতিমধ্যেই এদেশে শাখা খুলেছে আইআইটি। আগামী দিনেও অনেক বিশ্ববিদ্যালয় এখানে আসবে।” দুই দেশ একত্রে নলেজ হাব গড়তে চাইছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য একটি মৌ স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। ভবিষ্যতে ছাত্র-শিক্ষকের যাতায়াত বাড়াতে এবং শিক্ষাক্ষেত্রে আধুনিকীকরণের জন্যে ইউএই-র শিক্ষামন্ত্রী আহমেদ আল ফালাসির সঙ্গে মৌ স্বাক্ষর করেন ধর্মেন্দ্র। জানান, উভয় দেশের মধ্যে যোগ্যতার পারস্পরিক স্বীকৃতি ও অ্যাকাডেমিক সুবিধার্থে এই মৌ স্বাক্ষর করা হয়েছে। সেইসঙ্গে, উভয় দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একত্রীকরণ, যৌথ ডিগ্রি, এবং ডুয়াল ডিগ্রি প্রোগ্রামও চালু করা হবে বলে জানান ধর্মেন্দ্র।