নিউজ ডেস্ক: এসডিপিও খুনের জের। মণিপুরে ভারত-মায়ানমার সীমান্তে তল্লাশি অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার অন্তত ৪৪ জন। ধৃতদের মধ্যে ৩২ জন মায়ানমারের নাগরিক রয়েছে বলেও খবর।
নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। সম্প্রতি মোরে শহরে একটি স্কুলের মাঠে হেলিপ্যাড তৈরির কাজ পর্যবেক্ষণের সময় স্নাইপার হামলায় মৃত্যু হয় এক এসডিও-র। আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। হামলাটি কুকি মিলিট্যান্টরাই করেছে বলে অভিযোগ। ঘটনার পরই মোরে শহর এবং সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযানের নির্দেশ দেয় রাজ্য প্রশাসন। নির্দেশ মতো অভিযান শুরু করে মণিপুর পুলিশের স্পেশ্যাল কমান্ডো, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ন, অসম রাইফেলস এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের যৌথ বাহিনী। গ্রেফতার হয় ৪৪ জন।
এদিকে, পুলিশ অফিসারের মৃত্যুর পর রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে মণিপুর। বুধবার রাতে ইম্ফলে মুখ্যমন্ত্রীর অফিসের কাছে থানা ঘেরাও করে একদল ক্ষুব্ধ জনতা। থানার অস্ত্রাগার লুট হওয়ার পরিস্থিতি তৈরি হয় বলে খবর। পরিস্থিতি সামাল দিতে শূন্যে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। আর এই সমস্ত ঘটনার জন্য নতুন করে কার্ফু জারি করা হয়েছে বলে খবর।