নিউজ ডেস্ক: বিশ্বকাপ ২০২৩-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমেছে ভারত। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। লঙ্কান পেসার মদুশঙ্কার দ্বিতীয় বলেই ক্লিন বোল্ড হয়ে ৪ রানে ফিরতে হয়েছে তাঁকে। মদুশঙ্কার অফ কাটার ডেলিভারিকে ঠেকাতে গিয়ে উইকেট ছিটকে যায় রোহিতের।
তবে রোহিত আউট হলেও থেমে থাকেনি ভারতের অগ্রগতি। স্কোরবোর্ড টেনে নিয়ে যান শুভমন গিল এবং বিরাট কোহলি। গত ম্যাচে দুজনেই ব্যর্থ হলেও আপাতত স্বচ্ছন্দ্যে ক্রিজে জমিয়ে বসেছেন দুই ব্যাটসম্যান। ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করে নট আউট রয়েছেন দুজনেই। শেষ খবর পাওয়া পর্যন্ত কোহলি করেছেন ৫৬ রান । অন্যদিকে গিল অপরাজিত রয়েছেন রানে ৫৫। ভারতের স্কোর ২০ ওভার ৪ বলে ১২৩/ ১।
এদিকে, বাড়তি স্পিনার খেলানোর কথা ভাবার কথা বললেও শেষ পর্যন্ত উইনিং কম্বিনেশন ভাঙেনি ভারত। মিডল অর্ডারে শ্রেয়স- সূর্য উভয়কেই রাখা হয়েছে। অন্যদিকে, বুমরার সঙ্গে পেস বিভাগে খেলছেন সিরাজ এবং শামি দুজনেই।