শিলিগুড়ি: পাহারে ফের সলতে পাকাচ্ছে আলাদা
রাজ্যের দাবি। মুখ্যমন্ত্রীর সাধের পাহার হাসছে অতীৎ হতে পারে ভেবে সিঁদুরে মেঘ দেখছে
বঙ্গবাসী। এবার কেন্দ্র, রাজ্য সহ রাষ্ট্রপতি
এবং রাজ্যপালকে স্মারকলিপি জমা দিতে চলেছে ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেট।
ইতিপূর্বে পৃথক রাজ্যের দাবিতে একটি বৈঠক
হয়েছিল দাগাপুরে। এবার ফের বৈঠক। শহর শিলিগুড়ির মাল্লাগুড়ি এলাকার একটি বেসরকারি
হোটেলে বেশ
কয়েকটি কোর কমিটির বৈঠক বসে। সেই বৈঠকেই স্থির হয় পৃথক রাজ্যের
দাবিতে আগামীর রণকৌশল। ম্যারাথন বৈঠক শেষে মোর্চা সুপ্রিমো তথা ফ্রন্টের অন্যতম
মুখ বিমল গুরুং জানান, “নির্বাচনকে কেন্দ্র করে নয়, সাধারণ মানুষের অধিকার আর দাবিকে সামনে রেখেই এই পথ চলা। আগামীতে যা আরও জরালো
হবে আন্দোলন। অন্যদিকে তিনি আরও জানান,
এবারের লোকসভা নির্বাচনে কোনও রাজনৈতিক দলকেই সমর্থন জানানো হবে না।
নির্বাচন থেকে শতহস্ত দূরে থাকবে ফ্রন্ট”।
প্রসঙ্গত বিমল গুরুঙ্গের নেতৃত্বে প্রায় এক দশক অসান্ত ছিল পাহাড়।
আলাদা রাজ্যের দাবিতে রাজ্য সরকারের সঙ্গে চরম সংঘাতে জড়িয়েছিলে বিমল গুরুঙ্গের সমর্থকরা।
তার পর তিস্তা থেকে বয়ে গেছে অনেকখানি জল। এবার ফের হালে পানি পেতে আলাদা রাজ্যের আবেগকেই
কাজে লাগাতে চান বিমল গুরুং। তবে এবার আন্দলন ফের হিংসাত্মক হয় কী না সেটাই দেখার।