নিউজ ডেস্ক: লাখ টাকা বেতন তবু ফ্রিতে টিকিট চাই। সেই আবদারও রেখেছে সিএবি।
অধ্যক্ষ নিজে দরবার করেছিলেন ফ্রি’তে যাতে টিকিট দেওয়া হয়। সিএবি’র তরফে সেই আবদার
মেনে বিধানসভায় বিধায়কদের জন্য একটা করে ৫ তারিখের খেলার টিকিট দেওয়া
শুরু হল।
বৃহস্পতিবার সেই টিকিট দুপুরে বিধানসভায় পৌঁছয়। স্পিকার বিধায়ক পিছু একটা করে
টিকিট বরাদ্দ করেছেন। এদিন বিধানসভায় দেখা যায় হাসিমুখে এক এক করে বিধায়করা
বিনামূল্যের টিকিট নিলেন। তাপস চট্টোপাধ্যায়, সুকুমার মাহাতোরা সেই ছবি হাতে নিয়ে ফটোশুট
করলেন।
সোমবার ফ্রিতে টিকিট চাই জানিয়ে সিএবিকে স্পিকার
চিঠি দিয়েছিলেন। তাতেও কাজ না হওয়ায় বুধবার সিএবি সভাপতি
স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ডেকে টিকিট দেওয়ার কথা বলেন বিমান
বাবু। সিএবি সভাপতি অবশ্য টিকিট দেবেন বুধবার জানিয়ে দিয়েছিলেন।
তার পরই প্রত্যেক বিধায়কের জন্য টিকিট এল বিধানসভায়।
অবশ্য এদিন শাসক দলের বিধায়কদের মধ্যেই খেলার দেখার কমপ্লিমেন্টারি টিকিট নেওয়ার আগ্রহ
বেশি দেখা গেল।