নিউজ ডেস্ক: উত্তরপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আর কে স্ট্রিটের একটি আবাসনে
মধুচক্র চলছিল বলে অভিযোগ। গত এক মাস ধরে মিঠু ভৌমিক নামে এক মহিলা আবাসনের একটি
ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ওই মহিলা ফ্ল্যাটটি ভাড়া নেওয়ার পর থেকেই
ফ্ল্যাটে বাইরের যুবক-যুবতীদের আসা-যাওয়া এবং সন্দেহজনক আচরণ চোখে পড়ে এলাকার
বাসিন্দাদের। ঘটনাচক্রে ওই ওই আবাসনেই অন্য একটি ফ্ল্যাটে থাকেন এলাকার সিপিআইএম
কাউন্সিলর সুস্মিতা সরকার। তারই উদ্যোগে আজ এলাকার এবং ফ্ল্যাটের বসবাসকারী
অন্যান্য বাসিন্দাদের নিয়ে মধুচক্র চলা ওই ফ্ল্যাটটির দরজায় তালা দিয়ে দেওয়া
হয় বাইরে থেকে। পরবর্তী সময় পুলিশ এসে ওই ফ্ল্যাট থেকে এক যুবক এবং তিন যুবতিকে
আটক করে উত্তরপাড়া থানায় নিয়ে যায়।
কাউন্সিলর সুস্মিতা সরকার বলেন, “আমি কাউন্সিলর আমার বাড়িতে যত না লোক আসে ওই ফ্ল্যাটে তার থেকে বেশি লোকজন
আসত। ঘটনাটি কিছুদিন ধরেই নজরে পড়ছিল। আজ এলাকার বাসিন্দাদের নিয়ে মধুচক্র
চলাকালীন তাদের ধরা হয়”। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন
উত্তরপাড়ার মতো ঐতিহ্যপূর্ণ শহরে বিগত কয়েক মাসের মধ্যে একাধিকবার মধুচক্রের আসর
ধরা পড়েছে।এই ধরনের ঘটনায় সমাজে প্রভাব পরে।পুলিশের দেখা উচিত।