নিউজ ডেস্ক: রাজ্য জুড়ে রেশন
দুর্নীতির মাঝেই রায়গঞ্জে একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড হল। ভুয়ো
রেশন কার্ড নাকি ধরা পরার ভয়ে কেউ ফেল গেল কার্ড, তা জানা যায়নি। তবে এতগুলি রেশন কার্ড
একসঙ্গে উদ্ধার ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল বৃহস্পতিবার।
রায়গঞ্জ শহরের ১ নং ওয়ার্ডের পূর্ব
সুদর্শনপুরের মাস্টারপাড়া এলাকার ঘটনা। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে
পৌছে রেশন কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। এদিকে সকাল থেকেই এই ঘটনায় এলাকাবাসীদের
মধ্যে চাঞ্চল্য ছড়ায়। কৌতুহল বশত ভীড় জমান স্থানীয়রা ও পথ চলতি সাধারণ মানুষ।
রাজ্যে যখন রেশন দুর্নীতি নিয়ে তোলপাড়, মন্ত্রী হেফাজতে তখনই এই ঘটনায় রীতিমত হতবাক বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার তদন্তে
পুলিশ। স্বপন দাস বলেন, এখানে অনেক রেশন কার্ড পড়ে ছিল। সম্ভবত বিপিএল
রেশন কার্ড হবে। হাঁটতে গিয়ে দেখি রেশন কার্ড পড়ে আছে রাস্তার ধারে। তাই পুলিশকে খবর
দেওয়া হয়।
অন্যদিকে রেশন দুর্নীতির অভিযোগ তুলে
শিলিগুড়িতে অবস্থিত দার্জিলিং জেলার খাদ্য ভবনে স্মারকলিপি দিল ভারতীয় জনতা পার্টি।
উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। খাদ্য বন্টনের ক্ষেত্রে দুর্নীতি করা
হয়েছে এমনই অভিযোগ ওই স্মারকলিপিতে তুলে ধরা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে
বিধায়ক সংকর ঘোষ বলেন, খাদ্য দপ্তরে যে সমস্ত আধিকারিকেরা
রয়েছে তারা কোথায় কিভাবে কাজ করেছে? কোন সামগ্রী কিভাবে
বন্টন হয়েছে বিভিন্ন আধিকারিকদের যাবতীয় সম্পত্তি কি রয়েছে সেই সমস্ত বিষয়ে
খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসকেও কটাক্ষ
করেন তিনি। ইতিমধ্যেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যে গ্রেফতার করা হয়েছে সেই
প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেসকে এক হাত নিলেন বিধায়ক।