পূর্ব বর্ধমান: বির্তক যেন পিছু ছাড়ছে না। বার বার নাম জড়াচ্ছে কেন্দ্রীয়
সংস্থা ই.ডি হাতে গ্রেপ্তার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের
সঙ্গে মন্তেশ্বর ব্লকের। প্রথমে জ্যোতিপ্রিয় মল্লিকের বিলাশবহুল বাড়ি থেকে প্রচুর
সম্পত্তি, তারপর বির্তকে উঠে এল কোটি কোটি টাকা খরচে সরকারি
অর্থে তৈরী খাদ্য দপ্তরের অধীনে থাকা “খাদ্য”গোডাউন।
খাদ্যমন্ত্রী থাকাকালীন রেশনের চাল মজুতের
গোডাউন তৈরী নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী। অভিযোগ, ০৫ হাজার
মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন সরকারি গোডাউনটি তৈরী হলেও চালু হয়নি এখনও। নতুন গোডাউন তৈরী হলেও কয়েক মাসের মধ্যে তার অবস্থা জীর্ন। নিম্নমানের
সামগ্রী দিয়ে তৈরী হয়েছে এই গোডাউন বলে অভিযোগ। প্রাক্তন খাদ্যমন্ত্রী কেন্দ্রীয়
সংস্থা ই.ডির হাতে গ্রেপ্তার হতেই এই গোডাউনের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী
রাজনৈতিক দলগুলি।
জানাগেছে, মন্তেশ্বর
ব্লকের পুড়শুড়ি এলাকায় কয়েক বিঘা জমির উপর কয়েক কোটি টাকা সরকারি অর্থ খরচে তৈরী
হয়েছে এই রেশন সামগ্রী মজুতের বিশাল
গোডাউন টি। এই গোড়াউনেই রেশনে সাপ্লাই
করার জন্য চাল মজুত করার কথা। আরো জানাগেছে, ০৫ হাজার
মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন গোডাউন টি কয়েক
বছর ধরে তৈরী করে পি.ডব্লু.ডি। ২০২৩সালের
মার্চ মাসে এই গোডাউন টি খাদ্য দপ্তরের হায়ে হস্তান্তর হলেও কয়েক মাস অতিক্রান্ত
হলেও চালু হয়নি এখনও। এর মধ্যেই রঙ চটা থেকে প্লাস্টার খসা সবই শুরু হয়েগেছে ইতিমধ্যে। নিম্ন সামগ্রী ব্যবহার করে গোডাউন তৈরীতে
কাটমানি খেয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলে অভিযোগ
বিরোধী রাজনৈতিক দলগুলির।