নিউজ ডেস্ক: অনেক টালবাহানার পর শেষমেশ পাকিস্তানের সাধারণ নির্বাচনের দিন জানা গেল। ১১ ফেব্রুয়ারি পাকিস্তানে ভোট গ্রহণ। বৃহস্পতিবার দেশের সুপ্রিম কোর্টকে এমনই জানিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন বলে সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে। পাকিস্তানে এখন অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালাচ্ছেন আনওয়ার-উল-হক-কাকার। ১৪ অগাস্ট তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
এ বছর ৯ অগাস্ট পাকিস্তানের আইনসভা ভেঙে দেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তান সরকারের পাঁচ বছরের মেয়াদ শেষের ঠিক আগে আগেই আইনসভা ভেঙে দেন। সেদেশের নিয়ম অনুযায়ী আইনসভা ভেঙে দেওযার ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নির্বাচন করতে হবে। ইতিমধ্যেই সাধারণ নির্বাচনের দাবি জানিয়ে একাধিক আবেদন জমা পড়েছে। এনিয়ে সুপ্রিম কোর্টও পাকিস্তানের নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট জবাব চেয়েছিল। পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাজি ফায়েজ ইসা শুনানির সময় কেন ভোটে দেরি হচ্ছে তা নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে বলেন। তারপরই সাধারণ নির্বাচনের দিন জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসিপির আইনজীবী সাজিল স্বাতী বলেন, “সাধারণ মানুষের কথা মাথায় রেখেই রবিবার ভোট করা হচ্ছে। ২০২৪-এর ১১ ফেব্রুয়ারি সে মাসের দ্বিতীয় রবিবার”।