নিউজ ডেস্ক: শাহরুখ খানের ৫৮তম জন্মদিনের দিনই যে ডানকি -এর টিজার মুক্তি পেতে চলেছে তা জানা গিয়েছিল আগেই। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে মুক্তি পেল শাহরুখের পরবর্তী ছবির টিজার। এই টিজারকে নির্মাতারা ড্রপ ওয়ান বলে উল্লেখ করেছেন। বৃহস্পতিবারই ছবির টিজার মুক্তি পাওয়ার পরেই প্রথম ঝলকেই মন জয় করে নিয়েছেন শাহরুখ। রাজকুমার হিরানী পরিচালিত এই ছবির টিজারেই স্পষ্ট পুরোটাই কমেডি ঘরানার ছবি হতে চলেছে। চলতি বছরে অ্যাকশন হিরোর অবতারে দেখা গিয়েছেল শাহরুখকে। এবার ভোল বদল দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরে।
১ মিনিট ৪৭ সেকেন্ডের এই টিজ়ারে কী রয়েছে? চলতি বছরে ‘পাঠান’ এবং ‘জওয়ান’ দুই ছবিতেই অ্যাকশন অবতারে বড় পর্দায় হাজির হয়েছিলেন শাহরুখ। তবে এই ছবিতে তিনি কিন্তু দিক পরিবর্তন করলেন। ‘ডাঙ্কি’ যে পুরোপুরি কমেডি ছবি হতে চলেছে তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। ছবিতে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। অনুমান করা যায়, ছবির প্রেক্ষাপট পঞ্জাব এবং অভিভাসন। সেখানে তরুণ প্রজন্মের মধ্যে উন্নত জীবনের আশায় লন্ডনে যাওয়ার প্রবণতাকে তুলে ধরা হয়েছে। ছবিতে শাহরুখের চরিত্রটি লন্ডনে যাওয়ার জন্য মরিয়া। বাদশার সঙ্গে এই সফরে রয়েছেন তাপসী পন্নু, ভিকি কৌশল। বিশেষ চরিত্রে রয়েছেন বোমান ইরানি।
রাজকুমার হিরানির ছবি মানেই সেখানে হাস্যরসের মোড়কে অনেক কঠিন বিষয়কে তুলে ধরা হয়। ‘ডাঙ্কি’-র টিজার ইঙ্গিত দিচ্ছে, ছবিতে দেশপ্রেম এবং বিদেশের উচ্চমাত্রার জীবনযাত্রার বিষয় নিয়েও প্রয়োজনীয় বার্তা থাকবে। শাহরুখের ‘পাঠান’ বিশ্ব জুড়ে ১ হাজার কোটি টাকার ব্যবসা করেছিল। ‘জওয়ান’ তা ছাপিয়ে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার ব্যবসা করেছে। এবার ডাঙ্কি কি হ্যাট্রিকের আশা পূরণ করতে পারবে? অপেক্ষায় আছে সকলে।