নিউজ ডেস্ক: ফের ছকভাঙা স্টাইলে ধরা দিলেন উরফি। তবে এবার তাঁর বিশেষ বন্ধুর সঙ্গে। হ্যালোউইন চলছে। আর হ্যালোউইন পালনে হলিউড থেকে বলিউড সকল সেলেবরা বিভিন্ন রকম পোশাকে সেজেছেন। কিন্তু উরফি অদ্ভুত কিছুই সাজেননি বরং সঙ্গে তার এক বন্ধুকে নিয়ে বেড়িয়েছেন। তার হাত নেই, পা নেই, দেহ নেই, এমনকি মাথাও নেই। আসলে সবই তার পোশাকের কামাল। এর আগে কখনও কাচ দিয়ে তৈরি পোশাক, কখনও আবার ব্লেড কিংবা ছবি দিয়ে তৈরি জামা পরে অনেকের নজর কেড়েছেন। অভিনয়ের থেকেও তার ফ্যাশন সেন্সই সবকিছুকে ছাপিয়ে যায়।
সম্প্রতি একটি ভিডিয়োয় উরফি পরিচয় করিয়ে দিয়েছেন তাঁর প্রিয় বন্ধুর সঙ্গে। নাম কুলফি। মাথা নেই, পা নেই অথচ উরফির সঙ্গে দিব্যি হেঁটে বেড়াচ্ছে সে। বিমানবন্দরে তোলা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, কুলফির আধার, পাসপোর্ট, টিকিট ছাড়াই তাঁকে নিয়ে সটান বিমানবন্দরের ভিতর ঢুকে পড়ছেন তিনি। তাঁকে বাধা দিলেন না বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরাও।
পরে যদিও নিজের বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন তিনি। এ আসলে কুলফি। উরফির বন্ধু। নিজের পোশাকের মতো করেই আরেকটি পোশাকে বানিয়ে একসঙ্গে পরেছেন তিনি। যা দেখে মনে হচ্ছে উরফির সঙ্গেই দাঁড়িয়ে রয়েছে অদৃশ্য কেউ।