নিউজ ডেস্ক: সচিনের রেকর্ড ভাঙলেন কিং কোহলি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে নেমে অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেন ঠিকই, তবে প্যাভিলিয়নে ফেরার আগেই তিনি একটি দুর্লভ রেকর্ড অতিক্রম করে গেলেন সচিনের। এক বছরে ১০০০ রানের মাইলস্টোন ছোঁয়ার সর্বোচ্চ রেকর্ড এ পর্যন্ত ছিল সচিনের নামে। ক্রিকেট জীবনে মোট ৭ বার বাৎসরিক ১০০০ রান করেছিলেন লিটিল মাস্টার। শ্রীলঙ্কার ম্যাচে ২০২৩ সালে ১০০০ রান সম্পূর্ণ করার পাশাপাশি সচিনের ৭ বারের রেকর্ড ভেঙে ৮ বার ১০০০ রান পূর্ণ করার কৃতিত্ব অর্জন করলেন বিরাট।
এই বছর বাদে ক্রিকেট কেরিয়ারে ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮ এবং ২০১৯-তে ১০০০ রান করেছিলেন কোহলি। ২০২৩ বর্ষে শুভমন গিল এবং রোহিত শর্মার পর তৃতীয় ভারতীয় হিসেবে ১০০০ রান পূর্ণ করলেন কোহলি।
এদিকে শ্রীলঙ্কার সঙ্গে ব্যাট করে রানের পাহাড় করল ভারত। ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রান করল ভারত। তাড়াহুড়ো করতে গিয়ে সেঞ্চুরি মিস করলেন গিল, কোহলি দুজনেই। এদিকে, চেনা ছন্দে ফিরলেন শ্রেয়স আইয়ারও। মূলত এই ৩ জনের ব্যাটের উপর ভর করেই রান তুলল ভারত। গিল করেন ৯২, কোহলি ৮৮। অন্যদিকে শেষের দিকে চালিয়ে খেলতে গিয়ে শ্রেয়স আউট হন ৮২ রানে। শ্রীলঙ্কার হয়ে ৫ উইকেট দখল করেন দিলশন মদুশানাকা।