শিলিগুড়ি: শহরের অন্যতম প্রধান সমস্যা
যানজট। তার প্রধান কারণ টোটো। হাইকোর্টে নির্দেশ থাকা সত্ত্বেও
শিলিগুড়ির প্রধান রাস্তা গুলিতে দাপিয়ে বেড়াচ্ছে টোটো। যার জেরে মাঝেমধ্যেই অটো
এবং টোটো চালকদের মধ্যে বচসা সৃষ্টি হচ্ছে।
সম্প্রতি
শিলিগুড়ির চম্পাসারী এলাকায় এক অটোচালককে মারধর করার
অভিযোগ ওঠে এক টোটো চালকের বিরুদ্ধে। যার জেরে প্রতিবাদের সরব হল শিলিগুড়ির অটো
চালকেরা। বুধবার শিলিগুড়ির মাল্লাগুড়ি এলাকায় অটো বন্ধ
রেখে প্রতিবাদে সরব হয়েছিল অটোচালকেরা। একইভাবে বৃহস্পতিবার ও টোটো চালকদের
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মাল্লাগুড়ি এলাকাতে অটো বন্ধ করে
বিক্ষোভে সামিল হয় অটোচালকেরা।
বিক্ষোভকারী অটোচালকদের দাবি হাইকোর্টের
নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসনের নাকের ডগায় শিলিগুড়ির প্রধান সড়কে কি
ভাবে দাপিয়ে বেড়াচ্ছে টোটো? প্রশাসনের উচিত অবিলম্বে
এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তবে এদিন অটোচালকদের সাথে বৈঠকে বসে শিলিগুড়ি
মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্তারা। অটোচালকদের দাবি অবিলম্বে সুরাহা না
হলে আগামীদিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবে।