নিউজ ডেস্ক: রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন
মুখ্যমন্ত্রী। সৌজন্য সাক্ষাৎ বলা হলেও মনে করা হচ্ছে বিধায়কদের বর্ধিত ভাতা সহ পুরোনো
আটকে থাকা অনেক বিলের জন্য মুখ্যমন্ত্রী দরবার করে থাকতে পারেন বলে মত ওয়াকিবহাল মহলের।
তবে মুখ্যমন্ত্রী এদিনের সাক্ষাৎ প্রসঙ্গে বলেন, “ রাজ্যপাল
উত্তরবঙ্গের শিলিগুড়িতে ছিলেন। ওখান থেকে
ওনার দার্জিলিঙে যাওয়ার কথা ছিল। একটু তড়িঘড়ি তিনি সফর
কাটছাঁট করে রাজভবনে ফিরে আসেন। শুধুমাত্র শুভ বিজয়া
শুভেচ্ছা জানাতে আসা। কেননা বাংলার এটা কালচার”। মমতা
জানান বাইপাসের ধারে একটি বেসরকারি হসপিটালে নোবেল জয়ী অর্থনীতিবিদ
অভিজিৎ সেন বিনায়কের মা ভর্তি আছেন। তার নাম নির্মলা দেবী।
তিনি খুবই ভালো এবং স্মার্ট মহিলা বলেন মমতা। এখন তার অবস্থা
কিছুটা হলেও গুরুতর সেজন্য তিনি দেখতে গিয়েছিলেন বলে দাবি করেন। শুক্রবার নোবেল জয়ী অর্থনীতিবিদ আসবেন মাকে দেখতে। জানালেন মমতা।
তবে তার পায়ের অবস্থা এখন কিছুটা হলেও ভালো আছে বলে জানান মুখ্যমন্ত্রী।