নিউজ ডেস্ক: ভারত সফরে আসছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। সঙ্গে আসছেন সে দেশের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এমনটাই জানিয়েছে আমেরিকার বিদেশ দফতর।
হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিদেশ সফরের উদ্দেশে বেরোচ্ছেন গুরুত্বপূর্ণ দফতরের দুই সচিব। ইজরায়েল থেকে সফর শুরু করবেন তাঁরা। সেখান থেকে জর্ডন হয়ে নয়াদিল্লি এসে পৌঁছবেন ব্লিঙ্কেন এবং অস্টিন। ১১ নভেম্বর সফর শেষ করবেন জো বাইডেন প্রশাসনের শীর্ষ দুই পদাধিকার।
জানা গিয়েছে, ভারতে এসে দুটি বৈঠক সারবেন তাঁরা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে বৈঠক করবেন অস্টিন। যদিও বৈঠক দুটি কবে হবে, তা এখনও পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তবে যুদ্ধের আবহে পশ্চিম এশিয়ার সফর শেষে দুই মার্কিন সচিবের ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
মার্কিন বিদেশ দফতরের তরফে বৈঠক প্রসঙ্গে একটি বিবৃতি পেশ করা হয়েছে। বলা হয়েছে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে দুই দেশের মধ্যে। মনে করা হচ্ছে, ইজরায়েল-হামাস চলতি সংঘাত নিয়ে আলোচনা হতে পারে বৈঠক। যদিও ভারতের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানানো হয়নি।