নিউজ ডেস্ক: ফের নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করলেন রেশন বণ্টন দুর্নীতি
তদন্তে ধৃত মন্ত্রী। এরই সঙ্গে দাবি করলেন, মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন। স্বাস্থ্য
পরীক্ষার জন্য শুক্রবার কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সিজিও কমপ্লেক্স থেকে
জ্যোতিপ্রিয় মল্লিককে বের করা হয়। তখনই তিনি বিজেপির উপর আরও একবার ফাঁসানোর
অভিযোগ করেন।
এদিন জ্যোতিপ্রিয় বলেন, “আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। মমতাদি-অভিষেক
বন্দ্যোপাধ্যায় সব জানেন। আমি নির্দোষ, বিজেপি ফাঁসিয়েছে।” যেদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে
গ্রেফতার করে সেদিনও বনমন্ত্রী অভিযোগ করেছিলেন যে বিজেপি ও শুভেন্দু অধিকারী
তাঁকে ফাঁসিয়েছে। এদিনও একইভাবে বিজেপির বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। তিনিও দলের
সঙ্গে রয়েছেন বলেই জানিয়েছেন বালু। যদিও বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ
দস্তিদার বলেছিলেন, “ব্যক্তি জ্যোতিপ্রিয় মল্লিক কী করেছেন তার জন্য
দলের ভাবমূর্তি নষ্ট হবে কেন?”
প্রাক্তন খাদ্যমন্ত্রীর এদিন দাবি করেন তিনি মুক্ত। জ্যোতিপ্রিয় বলেন,
“আমি
মুক্ত হয়ে গিয়েছি ইতিমধ্যেই। দু’দিনের মধ্যে সত্য প্রকাশ হবে।” যা শুনে বিজেপি
নেতা রাহুল সিনহার মন্তব্য, “তাহলে নিশ্চয় দু’দিনের মধ্যে দুর্নীতিতে জড়িত আরও অনেকের
নাম সামনে আসছে।” সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্য, “একটা কথা ঠিক
বলেছেন, সবই মুখ্যমন্ত্রী জানেন। মুখ্যমন্ত্রীর নজরের বাইরে কিছু হয়নি। ধান
কেনাতেও কোটি কোটি টাকা লোপাট হয়েছে। এর ভাগ মুখ্যমন্ত্রী পান বলে ১০ বছর ধরে খাদ্যমন্ত্রীকে
সরানো হয়নি।”