নিউজ ডেস্ক: এশিয়া কাপ ফাইনালের বিভীষিকার গ্রাসে হারিয়ে গেল লঙ্কাবাহিনী। মাত্র মাসখানেক আগেই সিরাজ ঝড়ে মাত্র ৫০ রানে শেষ হয়ে গিয়েছিল আসালাংকাদের ইনিংস। গতকাল বিশ্বকাপ ম্যাচে ফের সেই সিরাজেই আটকে গেল শ্রীলঙ্কা। বিশ্বকাপের আগের ৬ ম্যাচে তেমন ভালো প্রদর্শন দেখাতে না পারলেও লঙ্কানদের সামনে ফের জ্বলে উঠলেন সিরাজ। তবে এবার শুরুর দিকে সিরাজ ঝড় তুললেও শ্রীলঙ্কাকে শেষ করলেন শামি। ৩০২ রানের বিশাল জয় ছিনিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল মেন ইন ব্লু।
এদিকে বৃহস্পতিবারের ম্যাচে তৈরি হল একাধিক রেকর্ড।
১. এক বছরে ১০০০ রান করার সর্বোচ্চ রেকর্ড এতদিন ছিল সচিনের দখলে। ৮ বার ১০০০ রান পার করে সেই রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
২. বিশ্বকাপে সর্বনিম্ন স্কোর করল শ্রীলঙ্কা। এর আগে ১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৫ রান করেছিল লঙ্কাবাহিনী।
৩. বিশ্বকাপের ইতিহাসে রানের ব্যবধানের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ জয় পেল ভারত।
৪. বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে সর্বাধিক উইকেট নিলেন মহম্মদ শামি (৪৫)। এর আগে ৪৪ টি উইকেটের মালিক ছিলেন জাহির খান ও জাভাগল শ্রীনাথ।
আগামী রবিবার, ৫ নভেম্বর ইডেনে ভারতের পরবর্তী মোকাবিলা দক্ষিণ আফ্রিকার সঙ্গে।