নিউজ ডেস্ক: ছোটো জামাকাপড় পরে সব সময়ই বিতর্কের শিরোনামে থাকেন রিয়েলিটি শো খ্যাত মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ। এবার তিনিই মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হলেন। শুক্রবার সকালে প্রকাশ্যে এসেছে এমনই এক ভিডিয়ো। ইনস্টাগ্রামে বহুল প্রচলিত পাপারাৎজি পেজ ভাইরাল ভায়ানি। সেই পেজেই উরফির সেই ভিডিয়োটি আপলোড করা হয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, একটি ক্যাফের সামনে হঠাৎ করেই মুম্বই পুলিশের একটি গাড়ি এসে থামে। দুজন মহিলা পুলিশ আধিকারিক সেই গাড়ি থেকে নেমে ক্যাফেতে বসে থাকা উরফিকে বাইরে ডেকে পাঠায়। উরফি বেরিয়ে এলে তাঁকে ওই আধিকারিক তাঁদের সঙ্গে যেতে বলে। সেই নিয়ে কথাকাটাকাটিও হয় উরফির সঙ্গে। একজন পুলিশ আধিকারিক বলেন এত ছোটো পোশাকে রাস্তায় কে ঘোরে! এরপরেই উরফিকে হাত ধরে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যান তাঁরা। গাড়ির সামনে একজন পুরুষ পুলিশ কর্মী থাকলেও তাঁকে উরফির ধারে কাছেও ঘেঁষতে দেখা যায়নি।
ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও উরফিকে আসলেই গ্রেফতার করা হয়েছে কিনা তা জানা যায়নি। তাঁর অনুরাগীদের মধ্যে একাংশ ক্ষোভপ্রকাশ করেছে। আবার অনেকে নিছক মশকরা বলেও উড়িয়ে দিয়েছে। যদিও কিছুদিন আগেও স্বল্পবসনা হওয়ার জন্য তাঁর নামে এফআইআর দায়ের হয়েছিল বান্দ্রা থানায়। উরফি নিজে সেসময় থানায় গিয়েছিলেন।