নিউজ ডেস্ক: বায়ুদূষণে গ্যাস চেম্বারের মতো পরিস্থিতি রাজধানী দিল্লিতে। অবস্থা আরও ভয়াবহ জায়গায় চলে যাবে বলে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছেন পরিবেশ বিজ্ঞানীরা। পরিস্থিতি বেগতিক বুঝে দু’দিন রাজধানীর সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লিখেছেন, “দূষণের মাত্রা বাড়তে থাকায় দিল্লির সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের প্রাথমিক বিভাগ দু’দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বায়ুর গুণমান সূচক তথা একিউআই ১০০ বা তার নিচে থাকলে সাধারণ সন্তোষজনক বলে মনে করা হয়। কিন্তু বৃহস্পতিবার রাজধানীর ১৮টি স্থানেই বিপজ্জনক সীমা অতিক্রম করে একিউআই। আনন্দ বিহার, রোহিনী, আর কে পুরম, বুবারি ক্রসিং, দ্বারকা সেক্টরে ৪০০-৪৫০-এর সীমা ছাড়িয়ে গিয়েছে একিউআই।
শুক্রবার সকালেও ঘন ধোঁয়াশায় ঢেকে যায় গোটা দিল্লি। পরিস্থিতি ‘খুব খারাপ’ বলে জানিয়ে দেওয়া হয় আবহাওয়া দফতর থেকে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন সকাল ৭টা নাগাদ দিল্লি এয়ার কোয়ালিটি ইনডেক্স(একিউআই) ছিল ৩৪৬। এরমধ্যে অশোক বিহার ও টি থ্রি টার্মিনাল এলাকায় এই মাত্রা ছিল ৪৩০ থেকে ৪৭৩।
একিউআরের পরিমাণ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় রাজধানীতে বাড়ছে শ্বাসকষ্ট, হৃদরোগ ও সিওপিডি জনিত রোগীর সংখ্যা। ইনহেলার ব্যবহার রীতিমতো অভ্যাস পরিণত হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। যা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন তাঁরা। পরিস্থিতি থেকে খানিক রক্ষা পেতে এন৯৫ মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
অন্যদিকে, দূষণ রুখতে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। ১০-১৫ বছরের পুরনো ১৭৫টি গাড়ি ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে জানিয়েছে নয়ডা পুলিশ। সেইসঙ্গে দূষণ সার্টিফিকেট নেই এইরকম গাড়িগুলির ক্ষেত্রে ৭০০০ টাকা ফাইন করা হয়েছে।