নিউজ ডেস্ক: নভেম্বর মাস পড়ার আগেই রাতের দিকে শীত-ভাব অনুভব করেছে রাজ্যবাসী। যদিও কলকাতা বা পশ্চিমবঙ্গে এত আগে শীত সাধারণত উপলব্ধি হয় না। পুজোর পর রাতের দিকে যে ঠান্ডা অনুভব হচ্ছিল, এখন তা উধাও। তবে আগামী রবিবার থেকে রাতের তাপমাত্রা কমবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির জের কাটলেই কমবে তাপমাত্রা।
দিনের বেলা শীতের আমেজ উধাও হয়ে যাবে সে কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। কলকাতায় রাতের তাপমাত্রাও বেড়েছে। এর মধ্যে আলিপুর আবহাওয়া দফতর কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বিপরীত ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে রাজ্যে। এর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের দুই জেলা ছাড়া অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পঙে হাল্কা বৃষ্টি হতে পারে।
বৃষ্টি ও মেঘ কাটলেই রবিবার থেকে রাজ্যে শীতের আমেজ ফিরতে পারে। আগামী রবিবার রাত থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। এরপরে রোজই রাতের তাপমাত্রা একটু করে কমবে বলেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। তবে পুরোপুরি শীত কবে থেকে পড়বে আলিপুর আবহাওয়া দফতর তা স্পষ্ট করে জানায়নি।