নিউজ ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান হল। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবারই মাকে দেখতে কলকাতায় আসেন অভিজিৎ বিনায়ক।
নোবেলজয়ীর মা অসুস্থ সেকথা বৃহস্পতিবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে মমতা জানান, তিনি অভিজিৎ বিনায়কের মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তখনই অভিজিৎ বিনায়কের শুক্রবার কলকাতা আসার খবরও দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন নির্মলা দেবী।
মৃত্যু সংবাদ পেয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, “নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত। আজই তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।গতকাল আমি তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম।” এদিন নোবেলজয়ীর পাশে থাকতে দেখা গিয়েছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে। মুখ্যমন্ত্রী স্মৃতিচারণা করে সোশাল মিডিয়ায় লিখেছেন, “নির্মলা বন্দ্যোপাধ্যায় ‘লন্ডন স্কুল অফ ইকনোমিক্স’-এ পড়াশোনা করেছেন এবং কলকাতায় ‘সেন্টার ফর স্টাডিজ ইন সোশাল সায়েন্স’-এ অর্থনীতির অধ্যাপক ছিলেন। আমি নির্মলাদিকে ভালভাবে চিনতাম এবং অনেক মধুর স্মৃতি রয়েছে। অভিজিৎ, অনিরুদ্ধ, এস্থার ডুফলো-সহ তাঁর বন্ধু, ছাত্রছাত্রী ও পরিবারের অন্যান্যদের প্রতি আমার গভীর সমবেদনা।”