নিউজ ডেস্ক: পাকিস্তানে বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবারে ওই বিস্ফোরণে আরও ২১ জন জখম হয়েছেন। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ডেরা ইসমাইল খান শহরে ওই বিস্ফোরণ হয়েছে। তবে কোনও গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
শহরে পুলিশি টহলদারির পথের কাছে বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুলিশ আধিকারিক মহম্মদ আদনান ঘটনার পর জানান, আত্মঘাতী হামলা না বিস্ফোরণ ঘটানো হয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ ও উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে।
ডেরা ইসমাইল খান শহর আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত। ওই জায়গা স্থানীয় ও বিদেশি জঙ্গিদের ডেরা।