নিউজ ডেস্ক: ২ নভেম্বর ৫৮ বছর বয়সে পা দিলেন শাহরুখ খান। আর ওই দিনেই ভক্তদের উপহার দিলেন তিনি। নেটফ্লিক্সে মুক্তি পেল এই বছরের সেরা বল্কবাস্টার জওয়ান। রোম্যান্টিক হিরোর ভাবমূর্তি থেকে বেরিয়ে এই প্রথম পর্দায় অ্যাকশন হিরো রূপে নিজেকে মেলে ধরেছেন কিং খান। তবে প্রেক্ষাগৃহের ‘জওয়ান’-এর সঙ্গে ওটিটি প্লাটফর্মের ‘জওয়ান’-এর খানিক পার্থক্য রয়েছে। এবং সেই পার্থক্যের নাম নয়নতারা।
দক্ষিণী সুপারস্টার নয়নতারা। ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে তিনি নায়িকা হতে চলেছেন শোনা মাত্রই সেই খবর সংবাদমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিল। চমক হিসেবে দীপিকা পাড়ুকোনকেও দেখা যায় ক্যামিয়ো চরিত্রে। কিন্তু বাধ সাধে এখানেই। দীপিকার আগমন এবং ছবিতে শাহরুখ খানের ‘গার্ল গ্যাং’ অনেকখানি লাইমলাইট কেড়ে নিয়েছে নয়নতারার। যে কারণে তিনি নাকি বেশ চোটেছিলেন পরিচালক অ্যাটলি কুমারের উপর। ফলে নেটফ্লিক্সের মুক্তিতে তার মান ভাঙানোর চেষ্টা করেছেন শাহরুখ ও অ্যাটলি।
ওটিটি প্লাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’-এর বাড়ানো হয়েছে সময়। হলে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ ২ ঘণ্টা ৪৫ মিনিটের ছবি। ওটিটি প্লাটফর্মে যে ‘জওয়ান’ মুক্তি পেয়েছে, তাঁর সময়সীমা ২ ঘণ্টা ৫০ মিনিট। এই বাড়তি ৫ মিনিট দেওয়া হয়েছে নয়নতারাকে। একাকী মায়ের জার্নিকে তুলে ধরা হয়েছে, যা বড় পর্দার দেখা যায়নি।