নিউজ ডেস্ক: পাকিস্তানে সাধারণ নির্বাচনের দিন পরিবর্তন হল। পাক প্রেসিডেন্ট আরিফ আলভি জানিয়েছেন ২০২৪ এর ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার পাকিস্তান নির্বাচন কমিশনের আধিকারিকরা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে। আলোচনার পর নতুন দিন ঘোষণা করা হয়। সেইসঙ্গে আর্থিক সঙ্কটে পড়া দেশটির ভোটগ্রহণের দিন নিয়ে অনিশ্চয়তার অপেক্ষা শেষ হল।
পাকিস্তানে আইনসভা ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই শুনানিতে পাকিস্তান নির্বাচন কমিশনের আইনজীবী জানান ১১ ফেব্রুয়ারি নির্বাচন হবে। কিন্তু এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে মুখ্যনির্বাচন কমিশনার সিকান্দর সুলতান রাজা, অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান সহ চার সদস্যকে নিয়ে প্রেসিডেন্ট আভির সঙ্গে দেখা করেন এবং সেখানে সাধারণ নির্বাচনের দিন নিয়ে আলোচনা হয় বলে রাষ্ট্রপতিভবন সূত্রে খবর।
পাকিস্তান নির্বাচন কমিশন বা ইসিপি ২০১৪ সালের জানুয়ারি মাসে নির্বাচনের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু আইনসভা ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের দাবিতে আদালতে বেশ কয়েকটি মামলা হয়। তখনই আদালত এ বিষয়ে স্পষ্ট জবাব চেয়েছিল। তখনই নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ জানায়।
নির্বাচন কমিশন জানিয়েছিল, ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কেন্দ্রের সীমানা নির্ধারণের কাজ শেষ হবে। এরপর নির্বাচন করতে আরও ৫৪ দিন সময় লাগবে। ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচনী এলাকা ভাগ সহ বাকি আয়োজন সম্পন্ন হবে। এরপরেই ফেব্রুয়ারি মাসে নির্বাচনের দিন জানিয়ে দেয়। প্রেসিডেন্টরে সঙ্গে আলোচনার পর তা আবার বদলে গেল।