নিউজ ডেস্ক: নিজের চেম্বারে পুলিশের ইউনিফর্ম
পড়ে রাজ্যের প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনের কাছ থেকে
উপহার নিচ্ছেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গজম। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি
ভাইরাল। ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে সমালোচনা।
জানা যায় নবমীর রাতে হরিশ্চন্দ্রপুর থানায়
গিয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসিকে পুজোর উপহার
দেন তাজমুল হোসেন। আর এই ভিডিও ভাইরাল হতেই তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিজেপি
দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, “পুলিশ ও নেতার মধ্যে কোন পার্থক্য নেই। কোথাও পুলিশ দল চালাচ্ছে কোথাও দল
পুলিশকে চালাচ্ছে। পশ্চিমবঙ্গের এটাই পরিস্থিতি”।
একদিকে যখন এই ঘটনা ঘিরে সমালোচনার ঝড় উঠেছে
তখন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের দাবি, “এটা সৌজন্যতাবোধ”। পুজো উপলক্ষে সামান্য উপহার
আইসিকে দিয়েছেন তিনি তা স্বীকার করে নেন। তবে এইভাবে উপহার দেওয়া যায় কিনা তা
তার জানা নেই। হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদুত গজম অবশ্য
উপহার নেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন সামান্য পুষ্প স্তবক দিয়েছেন
মন্ত্রী। হরিশ্চন্দ্রপুর থানা মন্ত্রী এলাকার মধ্যে পড়ে তাই প্রায়ই তিনি এখানে
আসেন।