নিউজ ডেস্ক: দীপান্বিতা অমাবস্যা। আলোর
মালায় সেজে উঠবে চারিদিক। ভক্তদের ভীড়ে জমজমাট হয়ে উঠবে বিভিন্ন কালী
মন্দির। বাদ যাবে না উলুবেড়িয়া ধুলাসিমলার মৌবেশিয়া কালী মন্দির। প্রাচীন এই
মন্দিরকে জড়িয়ে আছে অনেক প্রাচীন ইতিহাস। কথিত আছে সিপাই বিদ্রোহের অনেক আগে মৌবেশিয়া
গ্রামে এই কালী মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তবে আগে মন্দির মাটির থাকলেও পরবর্তী
সময়ে নতুন করে মন্দির নির্মান করা হয়।
এলাকার বাসিন্দা তুষার কান্তি প্রামানিক জানান
আমাদের পূর্ব পূরুষদের কাছে শুনেছি বিপ্লবীরা মৌবেশিয়ার কালী মায়ের কাছে পুজো দিয়ে
নিজেদের শরীরের রক্ত দিয়ে কপালে তিলক কেটে স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে যেতেন। তবে
আগে আমাদের এই মায়ের মূর্তি এতটাই ভয়ঙ্কর ছিল দিনের বেলাতেও ভয়ে মন্দিরের কাছে কেউ
আসত না। যদিও পরে মায়ের এই মূর্তি পরিবর্তন করা হয়। বর্তমানে সেই মূর্তি মন্দিরে
পুজো হয়। নিত্য পুজো ছাড়াও কালী পুজোর দিন বিশেষ পুজোর আয়োজন করা হয়। আগে প্রতি
অমাবস্যায় মন্দিরে বলি প্রথা চালু থাকলেও এখন বলি প্রথা বন্ধ হয়ে গেছে।
মৌবেশিয়ার মায়ের নাম অনুসারে এই গ্রামের নাম
মৌবেশিয়া কালীতলা হয়েছে বলে জানান তুষার কান্তি প্রামানিক। অন্যদিকে গ্রামের
অন্যতম প্রবীন ব্যাক্তি শিশির দাস বলেন, “আমাদের মা খুব জাগ্রত। ভক্তরা তাদের মনোস্কামনা পূরনের জন্য মায়ের কাছে
ছুটে আসে। আগে নিশিভোরে মা এই মন্দির থেকে পায়ে হেঁটে নারায়নের মন্দিরে যেতেন।
সেইসময় রাতে মায়ের পায়ের ঘুঙুরের আওয়াজ শুনতে পাওয়া যেত”।