নিউজ ডেস্ক: ভোটমুখী রাজস্থানে দুর্নীতি ঠেকাতে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগে শুক্রবার রাজস্থানের ২৫টি জায়গায় তল্লাশি চালাল ইডি। এক আইএএস আধিকারিক-সহ রাজ্য প্রশাসনের বেশ কয়েক জন আধিকারিকের বাড়িতেও তল্লাশি অভিযান চলে। সূত্রের খবর, রাজস্থানের জল জীবন মিশন দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন ওই আধিকারিক।
গ্রামীন এলাকাগুলিতে জল পৌঁছে দেওয়ার কেন্দ্রীয় প্রকল্পের নাম ‘জল জীবন মিশন’। অভিযোগ, কংগ্রেস শাসিত রাজস্থানে এই প্রকল্পে বিপুল অঙ্কের টাকা নয়ছয় হয়েছে। সেপ্টেম্বর মাস থেকে এই অভিযোগের তদন্তে একাধিকবার তল্লাশি চালিয়েছে ইডি। এদিন সকাল থেকে রাজস্থানের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের অতিরিক্ত প্রধান সচিব সুবোধ আগরওয়ালের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। তল্লাশি চালানো হয় স্বাস্থ্য দফতরের আরও কিছু আধিকারিকের বাড়িতেও।
এদিকে, কেন্দ্রীয় সংস্থার অভিযানের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সরাসরি কেন্দ্রের দিকে আঙুল তুলে তাঁর অভিযোগ, বিজেপি সরকারের নির্দেশেই কাজ করছেন ইডি-র আধিকারিকরা। তাৎপর্যপূর্ণভাবে, কিছুদিন আগেই গেহলটের পুত্রকে তলব করে ইডি। তল্লাশি হয় রাজস্থানের কংগ্রেস সভাপতির বাড়িতেও।
অন্যদিকে, বৃহস্পতিবারই ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রাজস্থানের দুই ইডি আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় এজেন্সির উচ্চপদস্থ আধিকারিক নাভাল কিশোর মিনা এবং তাঁর সহযোগী বাবুলাল মিনার বিরুদ্ধে। একটি চিটফান্ডের মামলার তদন্ত বন্ধ করার বিনিময়ে দুই ইডি আধিকারিক ১৫ লক্ষ টাকা ঘুষ নেন বলে অভিযোগ। ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করা হয় তাঁদের। সবমিলিয়ে ভোটের আগে একের পর এক দুর্নীতির অভিযোগ ঘিরে মরুরাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।