নিউজ ডেস্ক:
পুলিশের নাকা চেকিং চলাকালীন গাড়ি মধ্যে থরে থরে টাকার বান্ডিল। তা দেখে চক্ষু চড়কগাছ কর্তব্যরত পুলিশ সহ স্থানীয় বাসিন্দাদের। ঠিক
সিনেমার মতো গাড়িতে বিপুল পরিমাণ টাকা। কিন্তু টাকার সঠিক
উৎস কি বলতে পারছে না গাড়ির মালিক। তারা শুধু জানাচ্ছে এই টাকা ব্যবসার। পুলিশ
সন্দেহ হওয়ায় গাড়ি টি আটক করে বর্ধমান থানায় নিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। ঘটনা টি ঘটেছে শুক্রবার রাতে বর্ধমান শহরের
তেলিপুকুর ফ্লাইওভারের নিচে।
জানা গেছে, ছোট একটি
কালো রঙের মারুতি গাড়িতে করে (WB42BC8570)
দক্ষিন-দামোদরের দিক থেকে
বর্ধমান শহরের দিকে আসছিল একই পরিবারের চারজন। তখন
প্রত্যেকদিনের মতো বর্ধমান থানার পুলিশের নাকা চেকিং চলছিল। পুলিশ গাড়িটি দাঁড় করিয়ে চেকিং করতেই গাড়িটিতে
থাকা কয়েকটি থলিতে পাওউয়া যায় প্রচুর টাকার বান্ডিল। প্রায়
কোটি টাকার বেশী পরিমাণ টাকা গাড়িতে নিয়ে কোথায় যাচ্ছিলেন গাড়ির
মালিক, পুলিশের এই প্রশ্নের সদুত্তর
দিতে না পারায় তাদের আটক করে বর্ধমান থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের মনে প্রশ্ন
উঠছে যে, বর্তমানে চারিদিকে চাকরি থেকে রেশন দূর্নীতি চলছে।
সেই রকম কোন দুর্নীতির টাকা কী না। কোটি কোটি টাকার বান্ডিল উদ্ধার
হওয়ায় বর্ধমান জুড়ে এই খবর আগুনের মত ছড়িয়ে পড়ে। এই বিপুল পরিমাণের
টাকার সাথে রাজ্যে চলা দূর্নীতির কোন যোগ নেই তো তা নিয়েই গুন্নজন পূর্ব বর্ধমানে?
এই সব নানান প্রশ্নের
উত্তর খুঁজতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছেন ডি.এস.পি রাকেশ চৌধুরী সহ বর্ধমান থানার পুলিশ আধিকারিকরা। অভিযুক্ত
ব্যক্তিকে শনিবার আদালতে তোলা হবে বলে জানা গেছে। তার পুলিশ হেফাজত চাওয়া হবে।