নিউজ ডেস্ক: রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে দুঃসংবাদ। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া। ICC-র অফিসিয়াল সাইটে জানানো হয়েছে এই খবর। অন্যদিকে হার্দিকের পরিবর্ত খেলোয়াড় হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণকে।
উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে বল করতে গিয়ে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন হার্দিক। চোট এমন লেগেছিল যে সম্পূর্ণ ওভার বলও করতে পারেননি তিনি। তাঁর বাকি ওভার শেষ করেন বিরাট কোহলি। প্রথমে ভাবা হয়েছিল ২ টো ম্যাচ বাদে পাওয়া যাবে হার্দিককে। কিন্তু জানা গেছে গ্রেড ওয়ান লিগামেন্ট টিয়ার হয়েছে পায়ে, এই কারণে পাকাপাকিভাবে বিশ্বকাপ ২০২৩ থেকে বাদ দেওয়া হয়েছে ভারতের সাম্প্রতিক সেরা অলরাউন্ডারকে।
প্রসিদ্ধ কৃষ্ণ ভারতের উঠতি অল রাউন্ডার। ইতিমধ্যে দেশের হয়ে ১৭ টি একদিনের ম্যাচ খেলেও নিয়েছেন তিনি। হার্দিকের চোটের কারণে বিশ্বকাপে নিজেকে তুলে ধরার সুযোগ এখন এই তরুণ প্রতিভার সামনে।