নিউজ ডেস্ক: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ কম্পন অনুভূত হয় দিল্লি, কলকাতা, পাটনা, লখনউ সহ গোটা পূর্ব ও উত্তর ভারত। উৎস ছিল নেপাল।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জাানিয়েছে, নেপালের কাঠমাণ্ডুর কাছে ভূমিকম্পের উৎসস্থল ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্পের অভিকেন্দ্র মাটি থেকে ১০ কিলোমিটার নীচে। কলকাতা ও সংলগ্ন এলাকায় কয়েক সেকেন্ড মৃদু কম্পন অনুভূত হলেও দিল্লি, বিহার ও উত্তরপ্রদেশে প্রায় ৪ মিনিট প্রবল কম্পন অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র। কম্পনের ফলে রাতেই আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে চলে আসে মানুষ।
এদিকে, ভূমিকম্পের ঘটনায় নেপালে এখনও পর্যন্ত ১২৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত বহু। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন রওনা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ড।